সংবাদ শিরোনাম ::
ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সম্মানী বৃদ্ধির বিবেচনা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মেম্বারদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সরকারি দলের সদস্য শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচিত ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যদের মাসিক সম্মানী ভাতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’
তিনি জানান, ২০১৭ সালে ইউপি চেয়ারম্যানদের ভাতা ১০ হাজার টাকা, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের ৮ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।